- EMAHO NETWORK
A Diary Entry of Rabindanath Tagore
২৫শে বৈশাখ, ১৪২৭
সকালে ঘুম ভাঙ্গিল পাখির কলতানে!!! আজ প্রায় ৪৫ দিন হইলো, একইভাবে গৃহবন্দী হইয়া রহিয়াছি! প্রত্যহ সকালে পাখির কলতানেই ঘুম ভাঙে, আজো অন্যথা হয় নাই!!! মৃণু আসিয়া পেছন হইতে গলা জড়াইয়া ধরিয়া আদুরে গলায়, 'শুভ জন্মদিন' বলিতেই চমক ভাঙিল, আজ ২৫শে বৈশাখ!!! এই রোজকার জড়দ্গবের ন্যায় বসিয়া থাকিতে থাকিতে, সময়জ্ঞান ও লোপ পাইতেছে!!!

মনটা ভারী হইয়া গেলো! একি ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হইলাম? বাহিরে হইতে পারিনা, খোয়াই দেখিতে যাইতে পারিনা, শিলাইদহে যাইতে পারি না... এই দুঃসহ যাতনার অবসান কোথায়? কবে আশার আলো ফুটিবে? নিরন্নের হাহাকার, অসহায়ের ঘরে ফিরিবার আকুল আকুতির শেষ কোথায়? পথ দেখাও 'হে জনগনপথপরিচায়ক!!!'
এই প্রথম জন্মদিনে সাধের শান্তিনিকেতনে কেহই আসে নাই, অবশ্য আসিবে কি করিয়া, যানবাহন রহিত অচলায়তনে বসিয়া আছি সক্কলে!!! এতো নিশ্চুপ আশ্রম আমার কল্পনার অতীত!!! আমার মতো আমুদে মানুষের কাছে ইহা শাস্তিযোগ্যই বটে! চেষ্টা করিতেছি নিজেকে বোঝাইতে, "মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি"
এই জন্মদিনে স্থির করিয়াছি, প্রত্যহ সহস্রাধিক অসহায় পরিবারকে আশ্রমেই খাওয়াইবো, আমার যাহা জুটিবে, বাকিদেরও তাহাই জুটিবে! মিলিয়া মিশিয়া ভাগ করিয়া লইব! কল্যই ইন্দিরা কে দু কলম লিখিয়া শুনাইলাম, "মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়াল তার সূর্য হাসে/হারা শশীদের হারা হাসি অন্ধকারেই ফিরে আসে!"
এবার শয্যাত্যাগের সময় আসিয়াছে, মৃণু তাগাদা দিতেছে বহুক্ষণ! আজ লুচি হইতেছে!!! ফেসবুক লাইভে আসার সমন পাঠাইয়াছে প্রশান্ত, কচিকাঁচাদের কণ্ঠে শুনিতে পাইতেছি, "আজি এ প্রভাতে রবির কর..."
পক্ককেশ ভানুসিংহিও দিন গনিতেছে, তোমাদিগের সহিত পুনর্মিলনের দিন গনিতেছে!
'পুণ্য হউক পুণ্য হউক পুণ্য হউক হে ভগবান!!!
Written by Aritra Sengupta
Kolkataholic | Corporate Clown | Football Fanatic-Liverpool Maniac সুনীল শক্তি সুকান্ত সত্যজিৎ পন্থী
#rabindranathtagore #tagore #india #rabindranath #art #kolkata #love #shantiniketan #bangla #bengali #rabindrasangeet #santiniketan #gitanjali #like #kolkatadiaries #book #bookstagram #illustrations #paintings #poet #lifeisbeautiful #emahonetwork #emaho #capassionnetwork